সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে বেতন বাড়ছে কেন্দ্রের চাকরিজীবীদের
আবারও মাইনে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে মাইনে বাড়ছে তাঁদের। কর্মীদের দাবি মেনেই কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করতে চলেছে বলে খবর।
২০১৬ সালেই কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। তবে বেতন আরও বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।
বেতনবৃদ্ধির দাবি এবার মিটতে চলেছে। নতুন আর্থিক বছর থেকেই তা কার্যকর হতে চলেছে।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশের জেরে বেসিক মাইনে বেড়ে হয়েছিল ১৮০০০ টাকা।
যদিও খুশি হননি কর্মীরাও। আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে ধর্মঘটও ডেকেছিল শ্রমিক সংগঠনগুলি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি বেসিক বেতন বাড়িয়ে প্রতি মাসে ২৬০০০ টাকা করা হোক।
জানা গিয়েছে, দাবি মেনে বেসিক মাইনে বাড়িয়ে ২১,০০০ টাকা করতে পারে কেন্দ্র।
আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো। বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।