মহাষষ্ঠীতে সুখবর! সরকারী কর্মীদের গৃহঋণে সুদের হার কমল
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার কম সুদে গৃহঋণ পাবেন তারা। এবার থেকে কম সুদে গৃঙঋণের সুবিধা পাবেন সরকারী কর্মীরা।
৮.৫ শতাংশ সুদের হার কমিয়ে ৭.৯ শতাংশ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ১লা অক্টোবর থেকে নতুন সুদের হারে গৃহঋণের সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।
গৃহঋণের পরিমাণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সীমা থাকছে না। গত মাসেই নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকারী কর্মীদের নিজস্ব বাড়ি বানানোর জন্য উত্সাহ দিতে সরকার উদ্যোগ নিতে চলেছে।
এক বছরের জন্য সুদের হার কমানো হয়েছে। কেন্দ্রীয় শহর ও আবাস মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এর ফলে বেশি সংখ্যক সরকারি কর্মী নিজেদের বাড়ির তৈরির কথা ভাবতে পারবেন।
নতুন সুদের হার চালু হয়েছে ১লা অক্টোবর থেকে। অর্থাত্, উতসবের মরশুমের শুরু থেকেই কম সুদের হারে গৃহঋণের সুবিধা ভোগ করতে পারবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।