আমফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা পরিদর্শনে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেন : রাজ্যে এল ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার এআই ৫৩৫ বিমানে কলকাতায় আসেন তাঁরা। দলের নেতৃত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি অনুজ শর্মা।
সূত্রের খবর, আজ রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে তাঁরা থাকবেন। শুক্রবার থেকে তাঁরা ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ বিভিন্ন অঞ্চল পরিদর্শনে বের হবেন।
শুক্রবার সকালে ২টি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শনে বের হবেন।
এরপর শনিবার রাত ৮ টা ২৫-এর এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।