এক লক্ষ ‘আয়ুষ্মান মিত্র’ নিয়োগ করছে কেন্দ্র
২০১৮-র সাধারণ বাজেটে বিশ্বের সবচেয়ে বড় সরকারি ‘স্বাস্থ্য বিমা’ প্রকল্পের ঘোষণা করে মোদী সরকার। নাম, আয়ুষ্মান ভারত যোজনা।
আয়ুষ্মান ভারত-ন্যাশনাল হেল্থ প্রোটেকশন (এবিএনএইচ-পিএম) প্রকল্পকে বাস্তাবায়িত করতে এক লক্ষ লোক নিয়োগ করবে কেন্দ্র।
জানা যাচ্ছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালে তাঁদের ‘আয়ুষ্মান মিত্র’ হিসাবে নিয়োগ করা হবে। এই জীবন বিমা আওতায় পড়া রোগীর পরিবারকে সহযোগিতা করবেন তাঁরা।
সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা পেতে ফর্ম ভর্তি, তথ্য সংগ্রহ করা থেকে বিমার নানা নিয়ম সম্পর্কে সহযোগিতা করবে ‘আয়ুষ্মান মিত্র’রা।
যে সব হাসপাতাল এবিএনএইচ-পিএম-র অন্তর্ভুক্ত সেখানে আয়ুষ্মান মিত্রদের নিযুক্ত করা হবে।
জানা যাচ্ছে, এক লক্ষ লোক নিয়োগ করতে ইতিমধ্যে স্কিল ডেভালপমেন্টের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রক।
সূত্রে খবর, এই প্রকল্প দেশের প্রান্তিক দারিদ্র পরিবারদের আওতায় আনতে সোসিও ইকনমিক কাস্ট সেনসাস (এসইসিসি) তথ্য ভাণ্ডার থেকে ৮০ শতাংশ উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়ে গিয়েছে।
প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তাদের কিউআর কোড-সহ একটি চিঠি দেওয়া হবে। সেই কোডের ভিতর থাকবে ওই ব্যক্তির যাবতীয় তথ্যাদি।
আয়ুষ্মান ভারত যোজনায় সব হাসপাতালকে আওতায় আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই বলে জানা যাচ্ছে।
কমপক্ষে ১০টি আসন সংখ্যা থাকলেই ওই হাসপাতাল আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত হতে পারে।
উল্লেখ্য এই প্রকল্পে দেশের ১০ কোটি গরিব পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার খরচ দেবে কেন্দ্র।