রাজ্য সরকারকে মিড-ডে মিলে ভালো সার্টিফিকেট কেন্দ্রীয় দলের
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: মিড-ডে মিলের খাবারের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় যাবে টিম। পরিদর্শন করবে স্কুলে স্কুলে। কবে রান্নাঘর তৈরি হয়েছে? কতজন শিশু আছে? শিশুদের জন্য কবে কী রান্না হচ্ছে? তা খতিয়ে দেখছে টিম।
রান্নায় কী তেল ব্যবহার করা হচ্ছে? কী মশলা দেওয়া হচ্ছে? রাতে গ্লাভস ঠিকমতো পরা হচ্ছে কিনা, সবটাই খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
মিড-ডে মিলের রান্নায় ব্যবহৃত চাল, ডাল, আলুর হিসেব নেন তাঁরা। খুটিয়ে দেখেন বাচ্চারা কোথায় বসে খায়? কোথায় থালা-বাসন ধোওয়া হয়?
সবকিছু খতিয়ে দেখার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেত্রী অনুরাধা দত্ত, সন্তোষ প্রকাশ করেন। বলেন, 'খুব ভালো দেখলাম।' উল্লেখ্য, কদিন আগেই মালদার একটি স্কুলে মিড-ডে মিলের মজুত চালে মরা টিকটিকি, ইঁদুর পাওয়ার অভিযোগ সামনে এসেছিল।
প্রসঙ্গত, শনিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে নতুন বিতর্ক উসকে দেন। দাবি করেন, মিড ডে মিলের টকা অন্যত্র খরচ করেছে রাজ্য। মিড-ডে মিলের জন্য বরাদ্দ টাকা দিয়ে বগটুই কাণ্ডে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।
তিনি বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জানিয়েছেন বলেও দাবি করেন। এরপরই এদিন রাজ্যে পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যেটা রুটিনমাফিক হলেও, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বটে।