আয়কর দাতাদের জন্য বড়খবর, IT রিটার্ন দাখিলের সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র
দেশের করদাতাদের জন্য বড় খবর। ২০১৯-২০ আর্থিক বছরে আয়কর জমা দেওয়ার সময়সীমার বাড়াল কেন্দ্র।
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে ব্যক্তিগত করদাতারা তাদের আইটি রিটার্ন জমা দিতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।
যেসব করদাতাদের অ্যাকাউন্ট অডিট করতে হবে তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা করা হয়েছে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, মে মাসে এই আর্থিক বছরের জন্য আয়কর জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করেছিল কেন্দ্র।
সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, 'আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ বাড়িতে ৩১ ডিসেম্বর ২০২০ করা হল।'