সরকারি কর্মীদের বেতন কাটা হবে না, পুরোটাই গুজব : অর্থ মন্ত্রক
করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সরকারি কর্মীদের বেতন কাটার গুজব। ফেসবুক ও হোয়াটস্যাপে বিশেষত ছড়ানো হয় এই গুজবগুলি। পাশাপাশি এক বেসরকারি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। সেই গুজবে কান না দিতে আর্জি জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
সাংসদ ডঃ জিতেন্দ্র সিং-ও এ বিষয়ে টুইট করে জানান এমন কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার।
যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ স্থগিত রাখা হয়েছে, কিন্তু বেতন কাটার কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমে কেন্দ্র সরকার কর্মচারীদের ৩০% বেতন কাটার পরিকল্পনা করছে বলে খবর সম্প্রচারিত হয়। সেই খবরও টুইট করে PIB Fact Check।
গুজবের জেরে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই আগুনে জল ঢালল কেন্দ্র নিজেই।