২২টি রাজ্যকে কোভিড পরিকাঠামোর জন্য ৮৯০ কোটি টাকা পাঠাল কেন্দ্র
প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এই সংখ্যার দিকে লক্ষ্য রেখে ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রস্তুত করতে হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। বৃহস্পতিবার করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড ফান্ড পাঠাল কেন্দ্র।
মার্চে করোনা পরিকাঠামোয় জোর দিতে ধাপে ধাপে মোট ১৫,০০০ কোটি টাকা দিয়ে রাজ্যগুলিকে সাহায্য করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র। প্রথম ধাপে এপ্রিল মাসে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভাগ করে দেওয়া হয়েছিল প্রায় ৩,০০০ কোটি টাকা।
দ্বিতীয় ধাপের টাকায় রাজ্যগুলিকে মূলত টেস্টিংয়ের পরিকাঠামোয় জোর দিতে অনুরোধ করেছে কেন্দ্র। অর্থাত্ আরটি-পিসিআর মেশিন স্থাপন, টেস্টিং কিট, আরএনএ-এক্সট্র্যাকশান কিট ও স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়নের জন্য রাজ্যগুলিকে এই টাকা পাঠিয়েছে কেন্দ্র।
শুধু তাই নয়, এই টাকা খরচ করা হবে করোনা মোকাবিলায় কর্মরত স্বেচ্ছাসেবক, আশাকর্মীদের ট্রেনিং ও বেতনের জন্যও।
২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে- ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম।