‘পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারবেন ৩-৪ দিনেই, রোজ ৩০০ স্পেশাল ট্রেন চালাতে তৈরি রেল’
দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্র। এর জন্য পূর্ণ সহযোগিতা করবে রেল। এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।
রবিবার তিনি বলেন, রাজ্য সরকারগুলিকে অনুরোধ, এনিয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুন।
রেলমন্ত্রীর দাবি ৩-৪ দিনের মধ্যে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শর্মিকরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।
গোয়েল বলেন, অল্প সময়ের নোটিশে রেলমন্ত্রক রোজ ৩০০ শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে তৈরি।
কেন্দ্রের দাবি, গত ১ মে থেকে এখনও প্রর্যন্ত ৩৫০ শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল। এর ফলে বাড়ি ফিরতে পেরেছেন ৩.৬ লাখ শ্রমিক।