সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ছবি
দু’দিনের ভারত সফরে গতকাল নয়া দিল্লি পৌঁছন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। (ছবি- রয়টার্স)
সৌদির যুবরাজকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (রয়টার্স)
পাক সফর সেরে গতকালই ভারতে আসার কথা ছিল সৌদির যুবরাজের। কিন্তু করমসূচি বদলে সোজা চলে যান রিয়াধে। সেখানে থেকে ফের বিমানে নয়া দিল্লি পৌঁছন সলমন। (রয়টার্স)
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান থেকে সরাসরি ভারতে এলে নয়া দিল্লির ‘রোষে’ পড়তে পারত সৌদি আরব। কারণ, পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের প্রতি বেজায় খাপ্পা ভারত। (রয়টার্স)
পাকিস্তানে গিয়ে ইমরানের ভূয়শী প্রশংসা করেছেন সলমন। যা স্বভাবতই উদ্বেগের ছিল ভারতের কাছে। (রয়টার্স)
এমনকি সৌদির যুবরাজের এমন পাক-প্রীতি ভাল চোখে নেয়নি সাউথব্লক। কার্যত ভারতের মন ভোলাতেই রিয়াধ থেকেই যুবরাজ নতুন করে সফর করলেন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। (রয়টার্স)
সৌদির যুবরাজের কাছে এটি প্রথম ভারত সফর। (রয়টার্স)
রত্নগিরি রিফাইনারি প্রকল্পে সৌদির ৪৪ হাজার কোটি ডলার বিনিয়োগ নিয়ে হবে বৈঠক। পাশাপাশি ৫ টি মৌ-সাক্ষর করবে এই দু’দেশ।(রয়টার্স)