সুবর্ণজয়ন্তী বর্ষে অন্ধকারে আলোর খোঁজ দিচ্ছে চন্দননগরের বোরো তাল ডাঙা
আজ অষ্টমী। জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে চন্দননগরে উপছে পড়ছে মানুষের ভিড়। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। চন্দননগরের বোরো তাল ডাঙার এবারের সুবর্ণজয়ন্তী বর্ষের পুজো। এবারের থিম, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। প্রতিমা সাবেকি সাজের। দেখুন প্রতিমা ও মণ্ডপসজ্জার ছবি (সৌজন্যে অয়ন ঘোষাল)-