`কড়ি দিয়ে কড়িকাঠ`, জগদ্ধাত্রী পুজোয় থিম ভাবনায় চমক চন্দননগর বোরো দিঘীর ধারের
আজ অষ্টমী। জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে চন্দননগরে উপছে পড়ছে মানুষের ভিড়। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। চন্দননগর বোরো দিঘীর ধারের এবারের থিম, 'কড়ি দিয়ে কড়িকাঠ'। কড়ি মানে হাতি। আগেকার দিনের রাজবাড়ির হাতিশালাকে থিম করা হয়েছে এখানে। দেখুন ছবি (সৌজন্যে অয়ন ঘোষাল)-