`রঙের খেলা`য় তাক তালাচ্ছে চন্দননগরের বোরো কালীতলা, থিম ভাবনায় অনন্য কুণ্ডু ঘাট দালানও
আজ অষ্টমী। চন্দননগরে উপছে পড়ছে মানুষের ভিড়। জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। চন্দননগরের বোরো কালীতলায় এবারের থিম 'রঙের খেলা'। অন্যদিকে চন্দননগরের কুণ্ডু ঘাট দালানের থিম 'তৃতীয় লিঙ্গের গল্প'। মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে তাদের যন্ত্রণাক্লিষ্ট জীবনের কথা। দেখুন সেই ছবি (সৌজন্যে অয়ন ঘোষাল)-