Chandipura Virus: প্রায় চার দশক পরে ফিরছে আতঙ্ক! ভারতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস...
১৯৬৫ সালে মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামের দুই রোগীর রক্ত থেকে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল বলে ভাইরাসটি এই নামেই পরিচিত।
এর থেকে সংক্রমণের সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে ২০২৩ সালের জুন-আগস্টে। ৩২৯ শিশু আক্রান্ত এবং ১৮৩ জন মারা গিয়েছিল!
তবে, সবচেয়ে আতঙ্কের হল, এই সংক্রমণে গুজরাটে সদ্য ৪ জনের মৃত্যু।
কী কী লক্ষণ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলে? জ্বর হয়। খিঁচুনি হয়। এটা অনেক সময় কোমায় ঠেলে দেয় আক্রান্তকে। এ থেকে মৃত্যুও হতে পারে!
এখনও পর্যন্ত রোগটি এশিয়া এবং আফ্রিকাতেই বেশি দেখা গিয়েছে। ভারতে বেশ কয়েকবার এর ছায়া পড়েছে।
বালিমাছির মাধ্যমে এই রোগের সংক্রমণ ছড়ায়। এদের স্যান্ডফ্লাই বলে।