কলকাতায় এসে মমতাকে এই `ঈশ্বরে`র মূর্তি উপহার চন্দ্রবাবুর

Mon, 19 Nov 2018-9:10 pm,

মোদী বিরোধীদের একাসনে আনতে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন উপহার।

বাংলার মুখ্যমন্ত্রীকে গোলাপফুলের তোড়া ও শাল দিয়ে বরণ করেন চন্দ্রবাবু।

এরপর মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন একটি উপহারের বাক্স।

এতেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে বালাজির মূর্তি উপহার দেন নাইডু। 

এনডিএ জোট ছাড়ার পর এনডিএ বিরোধী দলগুলিকে একমঞ্চে আনার চেষ্টা চালাচ্ছেন চন্দ্রবাবু নাইডু। সোমবার মমতার সঙ্গে বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

বৈঠক শেষে চন্দ্রবাবু বলেন,''দেশ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে। সিবিআই, ইডি, আয়কর বিভাগ, আরবিআই বা ক্যাগ- প্রতিটি প্রতিষ্ঠানই বিপদের মুখে। নোট বাতিল একটা বড় ভুল। মুদ্রাস্ফীতি ও পেট্রোল ডিজেলের দাম লাগামছাড়া। দেশজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা। সংখ্যালঘুরা আশঙ্কিত। এমনকি রাজনীতিকদের সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমাদের দেশ বাঁচাতে হবে। প্রথম থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়''।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,''দেশের স্বার্থে জোট নিয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে আলোচনা করছি। বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট আমরা। দেশ বাঁচাতে হবে। ডিসেম্বরে বিরোধী জোটের বৈঠকে ভবিষ্যত কর্মপন্থা স্থির হবে''।

বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার কে? চন্দ্রবাবুকে এহেন প্রশ্ন করেন সাংবাদিকরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর রা কাটার আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধী শিবিরের সকলেই মুখ হতে পারেন। তবে নরেন্দ্র মোদীর তুলনায় বিরোধী জোটের নেতাদের যোগ্যতা যে বেশি, তা মনে করিয়ে দেন চন্দ্রবাবু। বলেন, ''নরেন্দ্র মোদীর তুলনায় আমরা সিনিয়র। সবার অভিজ্ঞতা রয়েছে। মোদীর চেয়ে ভাল পারফরম্যান্সও''। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link