Changes In Medical Curriculum: MBBS-এর নয়া পাঠক্রমে সোডোমি-লেসবিয়ানিজম `যৌন অপরাধ`, গুরুত্বপূর্ণ `ভার্জিনিটি`!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোডোমি আর লেসবিয়ানিজম হচ্ছে 'যৌন অপরাধ'! ওদিকে 'হাইমেন', 'সতীত্ব' হচ্ছে 'গুরুত্বপূর্ণ'।
এমনটাই বলা হয়েছে এমবিবিএস-এর নয়া পাঠক্রম প্রস্তাবে। আর তাই নিয়েই বিতর্কের ঝড় উঠেছে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এক্সপার্ট কমিটি নয়া এমবিবিএস পাঠক্রমের যে প্রস্তাব দিয়েছে, তাতেই 'সোডোমি ও লেসবিয়ানিজম'কে অপ্রাকৃতিক যৌন অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে হাইমেন-এর গুরুত্ব নিয়ে আলোচনা ও ভার্জিনিটি বা সতীত্বের সংজ্ঞা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে আদালতের পর্যবেক্ষণ মেনেই ডাক্তারির স্নাতকস্তরের পাঠক্রম থেকে বাদ দেওয়া হয়েছিল 'সোডোমি, লেসবিয়ানিজম, হাইমেন ও ভার্জিনিটি' সংক্রান্ত বিষয়।