ঠাকুরনগরে মোদীর সভায় বিশৃঙ্খলার চূড়ান্ত, ১৪ মিনিটে ভাষণ শেষ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী মোদীর ঠাকুরনগরের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা।
হাই সিকিউরিটি জোনের মধ্যে ঢুকে পড়ে মানুষ।
সভা চলাকালীন উপস্থিত জনতাকে শান্ত থাকতে বলেন মোদী। ভিড়কে সংযত থাকতে বলেন প্রধানমন্ত্রী মোদী।
বলেন, এখানে এই জনসমাগম দেখে বুঝতে পারছি, দিদি কেন হিংসাকে প্রশ্রয় দিচ্ছেন? যাঁরা গণতান্ত্রিক হওয়ার ধ্বজা ওড়ান, তাঁরা আসলে নিরীহ মানুষকে খুন করছেন।
কিন্তু অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের মাঝখানেই চেয়ার ছোঁড়া শুরু হয়।
পেছনের ভিড় সামনে ঠেলা দেয়। পুলিশ সামলানোর চেষ্টা করে।
কিন্তু তারমধ্যেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন।
যদিও, বঙ্গ বিজেপি নিজেদের টুইটার হ্যান্ডেলে দাবি করেছে, "প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ির মাঠে ভিড় জমিয়েছেন। এই ভিড়-ই প্রমাণ যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন।"
উল্লেখ্য, এদিন মাত্র ১৪ মিনিটে ঠাকুরনগরে নিজের ভাষণ শেষ করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, এর আগে মেদিনীপুর কলেজ ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সভা চলাকালীন ভিড়ের চাপে ভেঙে পড়েছিল লোহার কাঠামো। সেই দুর্ঘটনায় জখম হয়েছিলেন কমপক্ষে ৬৫ জন মানুষ।