নিজের নম্বর না জানিয়েই চ্যাট করুন হোয়াটসঅ্যাপে
নম্বর না জানিয়েও কি হোয়াটসঅ্যাপে চ্যাট করা সম্ভব? হোয়াটসঅ্যাপে আপনার ফোন নম্বর না দেখিয়েও চ্যাট করা সম্ভব।
একটা সময়ে ফোন নম্বরই হয়ে উঠেছিল মানুষের পরিচয়। আর এখন হোয়াটসঅ্যাপ নম্বর।
ফোন নম্বর চালাচালি হওয়ার পরই একটা অবধারিত প্রশ্ন, এটাই হোয়াটসঅ্যাপ নম্বর তো? আবার সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়ার লোকেরও অভাব নেই।
ফোন নম্বর দিতে কুণ্ঠিত হন অনেকেই। কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ রক্ষা হয়ে ওঠে ঝঞ্ঝাটের। সেই সমস্যা মেটাল Primo নামে একটি অ্যাপ।
Primo-র মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বর না জানিয়েও চ্যাট করা যাবে যে কোনও ব্যক্তির সঙ্গে।
উলটো দিকে থাকা ব্যক্তির অ্যাপে দেখাবে অন্য একটি নম্বর। যা আপনার আসল নম্বর নয়। সেজন্য কী করতে হবে?
গুগল প্লে স্টোর থেকে Primo অ্যাপ ইনস্টল করতে হবে স্মার্টফোনে।
ওই অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নিজের ফোন নম্বর নিয়ে সাইন আপ করুন।
এরপর আপনার কাছে আসবে ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড।সেই কোড দেওয়ার পর সম্পূর্ণ হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। এরপর নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
সাইন করার পর Primo US Phone Number অপশনে। সেখানে রয়েছে দু'টি অপশন। বিনামূল্যের ট্রায়াল ও প্রিমিয়াম।
ট্রায়াল অপশনে গেলে একটি মার্কিন ফোন নম্বর পাবেন আপনি।
ওই নম্বরটি ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে।
হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনের জন্য সিলেক্ট করতে হবে 'কল মি' বিকল্প। কলের মাধ্যমেই মিলবে ভেরিফিকেশন কোড।
অ্যাকাউন্ট খোলার পরই নিজের আসল নম্বর ছাড়াই হোয়াটঅ্যাপে চ্যাট করতে পারবেন আপনি।
তবে বিনামূল্যে নির্দিষ্ট কয়েকদিনই ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। তার পর গুনতে হবে গাঁটের কড়ি।