IND vs BAN: ২২ ছক্কা, ৪৭ চারে ভারতের ভয়ংকর ধ্বংসলীলা, এখনও চর্চায় বাইশ গজের রেকর্ডের মহাপ্রলয়

Subhapam Saha Sun, 13 Oct 2024-7:05 pm,

পুজোর মধ্য়ে অনেকেরই হয়তো ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টি-২০ সিরিজে চোখ রাখা হয়নি বা সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি। গতকাল অর্থাত্‍ ১‍২ অক্টোবর ছিল সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ আই ম্য়াচ। আর এই ম্য়াচে বাংলাদেশকে পিষে হোয়াটওয়াশ করেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। টেস্টের পর টি-২০ সিরিজেও পদ্মাপারের ক্রিকেটীয় দেশকে বলে বলে চুনকাম করল ভারত। 

ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ আই ম্য়াচ ছিল যেন রেকর্ডের ম্যাচ। একের পর এক নজির লেখা হয়েছে বাইশ গজে

হায়দরাবাদের উপলে অবস্থিত ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ আই ম্য়াচ হয়েছিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। টস জিতে ভারত প্রথমে ব্য়াট করে তুলেছিল ৬ উইকেটে ২৯৭ রান। বাংলাদেশ বোলারদের ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন সঞ্জু স্য়ামসন (৪৭ বলে ১১১), সূর্যকুমার (৩৫ বলে ৭৫), রিয়ান পরাগ (১৩ বলে ৩৪) ও হার্দিক পান্ডিয়ারা (১৮ বলে ৪৭)। ভারতের রান তাড়া করে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছিল ৭ উইকেটে ১৬৪ রান। ভারত জেতে ১৩৩ রানে।  

টি-২০ আই ক্রিকেটে ৪৩ বলে দ্রুততম ১০০ রানের পাশাপাশি মাত্র ৮৪ বলে ২০০ রান করা দ্রুততম দল এখন ভারত! পাওয়ার প্লে-তে ভারত তুলেছিল ১ উইকেটে ৮২ রান। যুগ্মভাবে যা সর্বাধিক। ১০ ওভারে ভারত তুলেছিল ১ উইকেটে ১৫২ রান। যে দৃশ্য় আগে দেখা যায়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি-র পূর্ণ-সদস্য দেশ হিসেবে সর্বাধিক রান করল ভারত। সূর্যকুমারের টিম ২২ ছক্কা ও ৪৭ চার হাঁকিয়েছে। আজ পর্যন্ত কোন দেশ টি-২০ আই ইনিংসে এত ছয় মারেনি। চার মারার হিসেবে চারে থাকবে ভারত।

রোহিত শর্মার (৩৫ বলে ১০০) পর সঞ্জু স্যামসন (৪০ বলে ১০০) টি-২০আই-তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন। দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সূর্যকুমারের ২৫০০ টি-২০ রান হয়ে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে দ্বিতীয়-সর্বাধিক দ্বিতীয় উইকেট পার্টনারশিপ গড়লেন সূর্যকুমা এবং সঞ্জু! দলের ২৯৭ রানের ভিতর সূর্য-স্য়ামসনেরই ১৭৩ রান। টি-টোয়েন্টিতে এক ওভারে ভারতীয় হিসেবে চতুর্থ সর্বাধির রান এখন সঞ্জুর। রিশাদ হোসেনের ওভারে ৩০ রান মেরেছিলেন তিনি।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link