মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত আধার নম্বর এবার জানা যাবে এসএমএসে
মোবাইল নম্বরের সঙ্গে আধারের যোগ রয়েছে কিনা, তা এবার জানতে পারবেন ব্যবহারকারীরা। টেলিকম সংস্থাগুলিকে এজন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আধার কর্তৃপক্ষ।
৩১ মার্চের মধ্যে মোবাইলের সিমের সঙ্গে আধার যোগ করতে হবে। সংশ্লিষ্ট টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার স্টোরে গিয়ে আধার যোগ করাচ্ছেন ব্যবহারকারীরা। অনেক ক্ষেত্রেই কারচুপির অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, বর্তমান ব্যবহারকারীদের আধার তথ্য দিয়ে নতুন সংযোগ দিচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। অথবা ওই আধার অন্য গ্রাহকের মোবাইল নম্বরের সঙ্গে যোগ করিয়ে দেওয়া হচ্ছে।
অসাধু উদ্যোগ থেকে গ্রাহকদের বাঁচাতে টেলিকম সংস্থাগুলিকে সাবধান করল Unique Identification Authority of India। তাদের নির্দেশ, গ্রাহকরা যাতে এসএমএসের মাধ্যমে তথ্য পান, তা ১৫ মার্চের মধ্যে নিশ্চিত করতে হবে।
আধারের সঙ্গে মোবাইল নম্বরের যোগ এসএমএসের মাধ্যমে যাতে গ্রাহকরা জানতে পারেন, তার ব্যবস্থা করতে হবে টেলিকম সংস্থাগুলিকে।
UIDAI-এর সিইও অজয় ভূষণ বলেন, আধারের সঙ্গে কোন মোবাইল নম্বরের যোগ রয়েছে, তা যাতে গ্রাহকরা জানতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। ১৫ মার্চের মধ্যেই আনতে হবে এই পরিষেবা।
ইতিমধ্যেই ১২০ কোটি মানুষ আধারে নথিভূক্ত হয়েছেন। এটাই বিশ্বের সর্বাধিক বায়োমেট্রিক তথ্যভাণ্ডার।