মানজিকে জাপানের ক্লাবে বিক্রি করে রেকর্ড ট্রান্সফার ফি পেল চেন্নাই সিটি
স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মানজিকে জাপানের ক্লাবে বিক্রি করে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি পেল চেন্নাই সিটি এফসি।
ট্রান্সফার ফি হিসাবে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা পেল চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি।
ভারতীয় ফুটবলের ইতিহাসে নজির। এর আগে কোনও ভারতীয় ক্লাব ট্রান্সফার ফি হিসাবে এত টাকা পায়নি।
স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়াকে চিনের ক্লাবে বিক্রি করে প্রায় কোটি টাকা ট্রান্সফার ফি হিসাবে পেয়েছিল আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি।
পেড্রো মানজিকে জাপানের ক্লাবে বিক্রি করে এবার বেঙ্গালুরুকে ছাপিয়ে গেল গতবারের আই লিগ চ্যাম্পিয়নরা।