ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে
১২ জুলাই তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। একইদিনে করোনা টেস্টে পজিটিভ হয়ে পাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। বিগ বি সেরে উঠেছেন। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান এখনও করোনার বিরুদ্ধে লড়ছেন।
৭৩ বছর বয়সী চেতন চৌহানের মাল্টি-অরগ্যান ফেলিওর হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
১৯৬৯ থেকে ১৯৮১ পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন চৌহান।
গত মাসে করোনা পজিটিভ হওয়ার পর চেতন চৌহান লখনউয়ের বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কিন্তু এবার তাঁকে রাখা হয়েছে গুরু্গ্রামের একটি হাসপাতালে।
চিকিতসকরা জানিয়েছেন, চেতন চৌহানের কিডনির সমস্যা দেখা দিয়েছে নতুন করে। চিকিতসায় তেমন সাড়া দিচ্ছেন না ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার।