Cheteshwar Pujara: অতীতে পূজনীয় আজ ব্রাত্যজন, টপকে গেলেন লারাকেও! বুঝিয়ে দিলেন `চে` আছে `চে`তেই...
গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর চেতেশ্বর পূজারাকে আর দেশের জার্সিতে দেখা যায়নি। টেস্ট মহাযুদ্ধে, লন্ডনের দ্য় ওভালে, প্য়াট কামিন্সের অস্ট্রেলিয়া সেদিন রোহিত শর্মার ভারতকে ২০৯ রানে হারিয়ে, আইসিসি-র টেস্ট মুকুট মাথায় পরেছিল। ডব্লিউটিসি ফাইনালে ভারতীয় দলের লাল বলের বিশেষজ্ঞ দুই ইনিংস মিলে পূজারা ১৪ ও ২৭ রান করেছিলেন। তারপর থেকে ফর্মের কারণ দেখিয়ে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলে! এরপর থেকে পূজারা ঘরোয়া ক্রিকেট ও বিদেশে কাউন্টি ক্রিকেটেই মনোনিবেশ করেছেন!
সোমবার টেস্ট স্পেশ্য়ালিস্ট বুঝিয়ে দিলেন যে, 'চে' আছে 'চে'তেই! বর্ডার-গাভাসকর ট্রফির আগে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটিকে বড় বার্তা দিলেন সৌরাষ্ট্রের অভিজ্ঞ ক্রিকেটার। ঘরের মাঠ রাজকোটে পৃজারা ছত্তীশগঢ়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে কেরিয়ারের ২৫ তম রঞ্জি সেঞ্চুরির স্বাদ পেলেন। তিন অংকের রান স্পর্শ করতে পূজারা নিলেন ১৯৭ বল।
পূজারা তাঁক কেরিয়ারের ২৭৩ তম প্রথম শ্রেণির ম্য়াচে ২১ হাজার রানের গণ্ডি টপকে গেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক রানশিকারি ভারতীয়দের তালিকায়, ৩৬ বছরের ক্রিকেটার এখন চারে। একে) সুনীল গাভাসকর (২৫৮৩৪ রান), দুয়ে সচিন তেন্ডুলকর (২৫৩৯৬ রান), তিনে রাহুল দ্রাবিড় (২৩৭৮৪ রান)
পূজারা এদিন তাঁর কেরিয়ারের ৬৬ তম প্রথম শ্রেণির সেঞ্চুরি করলেন। তিনি পিছনে ফেলে দিলেন কিংবদন্তি ব্রায়ান লারাকে। লারার ঝুলিতে রয়েছে ৬৫টি প্রথম শ্রেণির শতরান। ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক প্রথম শ্রেণির সেঞ্চুরিকারীদের তালিকায় যুগ্ম ভাবে রয়েছেন সানি-সচিন। দু'জনেরই ৮১টি সেঞ্চুরি রয়েছে। দুয়ে রয়েছেন দ্রাবিড়। তাঁর ঝুলিতে আছে ৬৮ সেঞ্চুরি! তিনে পূজারা।
বছরের শেষে মহাযুদ্ধ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চলবে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ হচ্ছে। এখন দেখার হাইভোল্টেজ এই সিরিজে পূজারা ফের দলে ঢুকতে পারেন কিনা!