এবার রনজিতে পূজারার ব্যাটিং-পুজো! রেকর্ড রান তাড়া করে সেমিতে সৌরাষ্ট্র
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের পিছনে সব থেকে বড় অবদান রেখেছিলেন তিনিই। অস্ট্রেলিয়া থেকে ফিরে এবার ঘরোয়া ক্রিকেটেও একই ফর্ম ধরে রাখলেন চেতশ্বর পুজারা।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে জিতে রনজি ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। আর এই জয়ে বড়সড় অবদান রাখলেন পুজারা।
লখনউয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেটি আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে রেকর্ড ৩৭২ রান তাড়া করতে নেমেছিল সৌরাষ্ট্র। চার উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল তারা।
এর আগে ২০০৮-০৯ রনজি মরশুমে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭১ রান তাডা় করেছিল অসম। সেটাই ছিল এতদিন রনজিতে তাড়া করে জেতা সব থেকে বড় রেকর্ড। যা এদিন ভেঙে দিল সৌরাষ্ট্র।
সৌরাষ্ট্রের হার্ভিক দেশাই ১১৬ রান করলেন। পাঁচ নম্বরে নেমে শেল্ডন জ্যাকসনের সঙ্গে জুটি বেঁধে ১৩৬ রানের পার্টনারশিপ খেলেন পুজারা। ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি।