Chicken Price: মন খুলে মুরগি খাও! একলাফে ১০০ টাকারও বেশি দাম কমল চিকেনের...

SUDESHNA PAUL Mon, 29 Jul 2024-2:31 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার বাজারে মুরগির মাংসের দামে বড়সড় পতন! একলাফে ১০০ থেকে ১২০ টাকা কমল মুরগির মাংসের দাম।

বিগত ১০ দিনে স্কিন ছাড়া মুরগির মাংসের দাম কেজি প্রতি কমেছে ১০০ থেকে ১২০ টাকা। দাম কমেছে স্কিন সমেত চিকেনেরও। 

স্কিম সমেত মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। এরফলে বড়সড় স্বস্তি মিলেছে চিকেনপ্রেমীদের। 

দাম কমার পিছনে রয়েছে একাধিক কারণ। যেমন, গরম কমে যাওয়া ও 'শ্রাবণ' মাস উপলক্ষে বেশ কিছু সম্প্রদায়ের নিরামিশাষী হয়ে যাওয়া ও আগামী কয়েক সপ্তাহে বড় কোনও উত্‍সব না থাকা।

ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন রবিবার চিকেনের দাম ঘোষণা করতেই মেলে বড়সড় স্বস্তি। উল্লেখ্য, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই ড্রেসড চিকেন বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি আর হোল চিকেনের দাম ছিল ১৮০ টাকা প্রতি কেজি।

সেই ড্রেসড চিকেনেরই রবিবার দাম ছিল ১৮০-১৯০ টাকা প্রতি কেজি। আর হোল চিকেনের দাম ছিল ১১০-১২০ টাকা প্রতি কেজি।

উল্লেখ্য, কদিন আগেই 'পুলিসি' তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মঘট ডেকেছিল মুরগি সরবরাহকারী ডিলাররা। ফলে তখন বাজারে মুরগি মাংসের যোগান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আশঙ্কা ছিল দাম আরও বাড়ারও।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link