Supreme Court of India: নভেম্বরে অবসর, তার আগে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব চন্দ্রচূড়ের!

Thu, 17 Oct 2024-10:19 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার জন্য বর্তমান প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক।

নিয়ম মেনে অবসরের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তিনি বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন।

১০ নভেম্বর অবসরগ্রহণ করছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর পরই পরবর্তী প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

দেশের ৫১ তম প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না। ৬ মাসের জন্য তিনি ওই পদে থাকবেন। ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন সঞ্জীব খান্না। 

 

আগে কোনও হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবেও দায়িত্ব সামলাননি সঞ্জীব খান্না। এই প্রথম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন তিনি। 

১৯৮৩ সালে দিল্লির ডিস্ট্রিক্ট কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন সঞ্জীব খান্না।

২০০৫ সালে তিনি দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। এবং ২০০৬ সালে দিল্লি হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। 

২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link