Mamata gifts Rasgulla to CV Anand: জোড়া নীল-সাদা হাঁড়িভর্তি রসগোল্লায় নতুন রাজ্য়পালকে মিষ্টিমুখ মমতার!
অয়ন ঘোষাল ও শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: নীল-সাদা থিমেই মিষ্টিমুখ। মধুর সম্পর্কের সূচনা মুখ্যমন্ত্রী ও ভাবী রাজ্যপালের!
রাজ্যপাল সি ভি আনন্দ বোস যখন এই রাজ্য়েই একসময় কর্মরত ছিলেন, তখন কে সি দাসের রসগোল্লা খেতেন। তাই নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর তরফে থাকল কে সি দাসের রসগোল্লা-ই।
বিশেষ নীল-সাদা সাজে সজ্জিত ২ হাঁড়ি রসগোল্লা। প্রত্যেক হাঁড়িতে ৫০টি করে রসগোল্লা।
নবীন দাসের বংশধর। প্যাক করা টিনের রসগোল্লা বিদেশে পাঠানোর দক্ষতা ও সুখ্যাতি আছে। তাই ধর্মতলার বহুজাতিক মিষ্টি বিপণীতে মঙ্গলবার সন্ধেবেলাই নবান্ন থেকে আসে জরুরি ফোন।
রসগোল্লা চাই। ১০০ পিস। তাও আবার নীল হাঁড়িতে। নাহলে নীল-সাদা কম্বিনেশন জমবে না। যেমন নির্দেশ, তেমন কাজ। বুধবার সকাল ৭টাতেই রেডি রসগোল্লার হাঁড়ি।
বিপুলায়তন মেশিনে তখন বৃত্তাকারে ঘুরপাক খাচ্ছে ২৭ টাকা দামের ১০০ পিস রসগোল্লা। তারপর সেই রসগোল্লা মেশিন থেকে নেমে এল সুবিশাল গামলায়। হাতের কোনওরকম স্পর্শ ছাড়াই।
তারপর প্যাক হয়ে সোজা চলে গেল ধর্মতলার বিপনিতে। তারপর সেখান থেকে নবান্ন হয়ে সোজা রাজভবনে পৌঁছয় রসগোল্লার একজোড়া হাঁড়ি। যা উঠল সি ভি আনন্দ বোসের হাতে।