বলিউডের এই শিশু শিল্পীদের এখন কেমন দেখতে জানেন...
২০০৩ সালে সিনেমায় প্রথম দেখা যায় হান্সিকা মোটওয়ানিকে৷ পরে 'সাকা লাকা বুম বুম' এবং হিমেশ রেশমিয়ার 'তেরা সুরুর'-এও দেখা গিয়েছে হন্সিকাকে
হাম সাথ সাথ হ্যায়-তে যে ছোট্ট মেয়েটিকে দেখা গিয়েছিল, সেই জয়া আফরোজা এখন একজন সফল মডেল৷ ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া হন জয়া আফরোজা
কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখ খানের মেয়ে হিসেবে যাঁকে দেখেছিলেন, সেই সানা সইদ এখন বি টাউনের অন্যতম অভিনেত্রী৷ করণ জহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এও দেখা গিয়েছে সানাকে৷ জনপ্রিয় রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-তেও দেখা গিয়েছে সানাকে
মহাব্বতে, জুবেইদা, অভি খুশি কভি গম, হাম তুম, পারজানিয়া, সিকান্দার, ব্রেক কে বাদ-এর মত একাধিক সিনেমায় অভিনয় করেছেন পারজান দাস্তুর৷ বর্তমানে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন পারজান
'কভি খুশি কভি গম'-এর ছোট্ট 'পু'-কে যাঁদের মনে আছে, তাঁরা তো মালবিকা রাজকে চিনতেই পারবেন৷ ২০১০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় টপ ১৮-র মধ্যে ছিলেন মালবিকা রাজ
'কভি খুশি কভি গম'-এর কৃষ রায়চাঁদ-ই হলেন জিবরন খান৷ বড় হয়ে এখন বলিউড হাঙ্ক বলা হয় জিবরনকে
ঝনক শুক্লা, নামটা শোনা মনে হচ্ছে তো? কাল হো না হো-তে যাঁকে শাহরুখ খান এবং প্রীতি জিন্টার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ সিনেমার পাশাপাশি একাধিক বিজ্ঞাপন, মেগা সিরিয়ালেও দেখা গিয়েছে ঝনককে
সঞ্জয় লীলা বনশালীর 'ব্ল্যাক'-এর কথা মনে আছে তো? যে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি ৷ রানির সঙ্গে ওই সিনেমাতেই প্রথম দেখা যায় আয়েশা কাপুরকে৷ শিশু শিল্পী হিসেবেই আয়েশা কাপুর কিন্তু ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন
প্রীতি জিন্টার এই 'রিল'-এর এই ভাইকে মনে আছে? নাম যাঁর আথিত নায়েক৷ মাত্র ১৮ বছর বয়সে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনার জন্য ফিলিপিন্সে যান আথিত৷ এরপর সেখান থেকে লস এঞ্জেলসে পাড়ি দেন তিনি
জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে দেখলে চিনতে পারছেন? মাত্র ৪ বছর বয়সে প্রথম গান গাওয়া শুরু করেন আদিত্য৷ 'পরদেশ' সহ একাধিক বলিউডি সিনেমাতেও দেখা গিয়েছে আদিত্যকে