Arunachal Pradesh: অরুণাচলের বিস্তীর্ণ এলাকা নতুন নাম দিয়ে চিন বদলে দিল ভারতের মানচিত্রই!

Soumitra Sen Tue, 04 Apr 2023-2:18 pm,

চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ তিব্বতের কিছু ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিক ভাবে ১১টি এলাকার নাম বদলে দিয়েছে। এর মধ্যে রয়েছে বিস্তীর্ণ ভূমি এলাকা, আবাসিক এলাকা, নদী এবং পর্বতাঞ্চলও।

চিন একটি মানচিত্রও প্রকাশ করেছে যেখানে অরুণাচলপ্রদেশের কিছু অংশকে চিনের বলে দাবি করা হয়েছে। এলাকাটিকে 'জাংনান' বলে চিহ্নিত করা হয়েছে।

চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্রে জানানো হয়েছে, চিনের মানুষ যাতে আরও সহজে ওই সব এলাকার নাম মনে রাখতে পারেন সেজন্যই এই কাজ।

এ অবশ্য নতুন নয়। এর আগে ২০১৭ এবং ২০২১ সালেও 'জাংনান' তাদের বলে দাবি করেছিল চিন সরকার। শুধু তাই নয় চিনের তরফে বলা হয়েছিল, ওই সব এলাকা চিনের বলে দাবি করার যথেষ্ট ঐতিহাসিক এবং প্রশাসনিক ভিত্তি রয়েছে। 

তবে ভারত সেই প্রচেষ্টাকে আমল দেয়নি। যদিও সাম্প্রতিক এই নামকরণের বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য করেনি।

লাদাখে ভারত-চিন সংঘাতের আবহ বহু দিন থেকেই জারি। সেই তিক্ত আবহেই নতুন করে চিনের এই নাম বদলের অপচেষ্টা সন্দেহ নেই, দুই দেশের সম্পর্কের সমীকরণে আরও জটিলতা তৈরি করবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link