সারা বিশ্ব করোনায় হাহাকার করছে চিনে পিকনিকের আবহ. দেখুন সে সব ছবি
নিজস্ব প্রতিবেদন: চিনেই প্রথম মিলেছিল নোভেল করোনা আক্রান্তর হদিশ। সেখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মারণ নোভেল করোনাভাইরাস। যার জেরে সারা বিশ্বে প্রাণ গিয়েছে প্রায় ২ লক্ষেরও বেশি মানুষের। এই মারণ ভাইরাসের জেরে স্তব্ধ গোটা বিশ্ব। কিন্তু ছন্দে চিন।
লম্বা লকডাউনের পর চিনে দেখা মিলছে আগের মতো স্বাভাবিক জীবনযাপন। চিনের বহু এাকাই এখন বিপদমুক্ত। এখন চিনে চিকিৎসাধীন কোনও করোনা রোগী নেই।
তবে সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন চিনে খুশীর মেজাজ। বিভিন্ন অঞ্চলে পঠনপাঠন শুরু হয়েছে। এবার পিকনিকের মেজাজে চিনবাসীর দেখা মিলল উৎসস্থল উহানেরই একটি জলাশয়ের পাশে।
কেউ রীতিমতো খাবারোর পসরা সাজিয়ে বাগানে বসেছেন। কেউ কেউ আবার লেকের জলে নেমে সাঁতার কাটছে। করোনা বিপদের পরে এই প্রথম এই ছবি ধরা পড়ল চিনের।
সারা বিশ্বে যখন ত্রাহি ত্রাহি রব তখন কোন কৌশলে চিন ঘুরে দাঁড়াল। তা অনেকেরই অজানা। তবে টানা লকডাউন ও দ্রুত কোয়ারেন্টাইনের দরুনই এই সুফল মিলেছে। এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের