শিলিগুড়িতে আয়োজিত `চোখের বালি`র বিনোদিনীর জমকালো রিসেপশন
সাতপাকে বাঁধা পড়ছেন জি বাংলার 'চোখের বালি' ধারাবাহিকের বিনোদিনী।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
রিল লাইফে নয়, 'বিনোদিনী' অর্থাৎ অভিনেত্রী তানিয়া ওরফে স্নেহা গঙ্গোপাধ্যায় সাত পাকে বাঁধা পড়েছেন রিয়েল লাইফেই।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
বুধবার শিলিগুড়িতে আয়োজিত হয় স্নেহা ও অভিষেকের জমকালো রিসেপশন পার্টি।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
তানিয়ার বর অর্থাৎ অভিষেক মণ্ডল পেশায় রাজ্য পুলিসে চাকুরি করেন।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
বুধবার শিলিগুড়িতে তানিয়া-অভিষেকের রিসেপশনে হাজির ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
তবে শুধু 'চোখের বালি'ই নয়, 'কে আপন কে পর', 'দুর্গা' সহ বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তানিয়া। মডেলিংও করেছেন নিয়মিত।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
প্রসঙ্গত রবিবার তানিয়া ওরফে স্নেহার খড়দহের বাড়িতেই আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
তবে বহুদিন হল তানিয়াকে টিভির পর্দায় আর সেভাবে দেখা যায়নি।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত
তবে আপাতত তানিয়া অভিনয় দুনিয়াকে ইতি জানিয়ে সংসারেই মন দিতে চান বলে জানা যাচ্ছে।
ছবি সৌজন্য-প্রিয়াঙ্কা দত্ত