খেললেন মাত্র ২৭ বল, করলেন বিশ্বরেকর্ড! গেইল-ঝড় চলছেই

Suman Majumder Sun, 03 Mar 2019-1:36 pm,

ইংল্যান্ডের বোলিং অ্যাটাক নিয়ে রসিকতা করলেন যেন! দাঁড়িয়ে দাঁড়িয়ে গেইল-ঝড় দেখা ছাড়া কোনও উপায় ছিল না ওকস-কুরানদের। 

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে তাণ্ডব করলেন ক্যারিবিয়ান দৈত্য। একার হাতেই দলকে জেতালেন তিনি। 

প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জো রুট, ইয়ন মরগ্যানরা ২৮.১ ওভারের বেশি টিকে থাকতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজের ওসেন থমাস পাঁচ উইকেট নিলেন। 

ক্রিস গেইল খেললেন মাত্র ২৭ বল। করলেন ৭৭ রান। ৯টি ছক্কা ও ৫টি চার মারলেন তিনি। একইসঙ্গে করে ফেললেন বিশ্বরেকর্ড।

এক সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন গেইল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ৩৯টি ছক্কা মারলেন। এর আগেও বিশ্বরেকর্ড অবশ্য তাঁরই পকেটে ছিল। ২০১৫ বিশ্বকাপে ২৬টি ওভার বাউন্ডারি মেরেছিলেন তিনি। গেইলের পরে রয়েছেন রোহিত শর্মা। ২০১৩-১৪ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন রোহিত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link