কার ছক্কা বেশি বড়! রাসেলের সঙ্গে তুলনায় জবাব দিলেন গেইল
কয়েকটি প্রশ্ন করা হয়েছিল ক্রিস গেইলকে। সব কটাতেই তিনি নিজেকে এগিয়ে রেখে উত্তর দিলেন।
কার ছক্কা বেশি বড়? আপনার হাঁকানো নাকি রাসেলের? গেইল বললেন, আমার ছক্কাগুলো বিশাল। রাসেলের ছক্কা কিন্তু নিচু।
গেইল ব্যাখ্যা দিয়ে বললেন, আমার হাঁকানো বেশিরভাগ ছক্কা গিয়ে পড়ে গ্যালারির মাঝে। অনেক উঁচুতে উঠে বল মাঠের বাইরে আছড়ে পড়ে। রাসেল হার্ড হিটার। কিন্তু ওর বেশিরভাগ ছক্কা ফ্ল্যাট।
বোলারর কাকে বেশি সমীহ করে বলে আপনার মনে হয়? গেইল বললেন, বোলারদের মধ্যে ভয়ের সংস্কৃতি আমার চালু করা। তবে রাসেলকেও বোলাররা ভয় পায়। আমি ইউনিভার্স বস। আর বোলাররা জানে, আমি কী করতে পারি!
আগামিদিনের সব থেকে বিধ্বংসী ব্যাটসম্যান হিসাবে গেইল কিন্তু রাসেলের নাম করেছেন। রাসেলের উদ্দেশে গেইল বলেছেন, তুমি এভাবেই খেলে যাও। সঠিক পথে আছো। তোমাকে বোলাররা ভয় পেতে শুরু করেছে।