Digital Arrest | Secret Santa Link: এই লিংক পেলে কেউ যেন ক্লিক না করে! সিক্রেট সান্তা পথে বসাতে পারে আপনাকে...

Wed, 25 Dec 2024-5:00 pm,

বড়দিন বা ক্রিসমাস মানেই কেক ও সান্তার গিফট। আর উপহার পেতে কার না ভালো লাগে? কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে কমবেশি উপহার মানুষ ডিজিটালই পাঠায়। 

 

 এই উৎসবের মরসুমে এই লিংকে ক্লিক করুন। ক্লিক করলেই পাবেন এই নামী-দামী প্রোডাক্টগুলি। এই ভুয়ো লিংক খুব ছড়িয়ে যায়।

বিশেষ করে বাড়ির বড় থেকে বয়স্করাই আপনাদের এই লিংকে দেবে অজান্তে। হয়ত আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এল আমাজন গিফ্ট বক্সের লিংকের। 

উপহারের লোভে আপনি হয়ত ক্লিক করলেন। লেখা থাকবে কিছু নামী-দামী প্রোডাক্টের নাম।

আপনি হয়ত ক্লিকও করলেন। কিন্তু তার আগেই বেশকিছু স্টেপ ফলো করতে হয়। এক পুনরায় লিংকটি ফরওয়ার্ড করুন । তারপর চাইবে আপনার ফোন নম্বর, নাম এবং ইমেল। 

কিছুক্ষণ পরেই আপনার নম্বরে বা মেইলে চলে আসবে কনফার্মেশন। আর সেখানেই ক্লিক করলে আসবে ওটিপি। সেটা দিলেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট! 

সাইবার অপরাধের পরিভাষায় একে বলা হয় ফিশিং বা হোয়েলিং। একসঙ্গে বহু মানুষের তথ্য সংগ্রহ করার বিশেষ চক্র।

৮. এই চক্রের হাত থেকে বাঁচার উপায় হল- সব সময় অনলাইন লেনদেন নিয়ে সতর্ক থাকা। কোনও কারণে প্রতারণার শিকার হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানান।      

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link