`অভিশপ্ত ট্রেন`! বাংলায় ভয়াবহ দুর্ঘটনা বারবার, দেখুন একনজরে
নিজস্ব প্রতিবেদন: জঙ্গলমহলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে টার্গেট করেছিল মাওবাদীরা। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল গাইসালে। সাঁইথিয়ায় বনাঞ্চল এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। একে পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে এ রাজ্যে।
১ জুন ১৯৯৫: কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে জম্মু-তাওয়াই এক্সপ্রেস। কয়লাবোঝাই মালগাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৪৫ জন। আহত ৩৩৫।
২ অগাস্ট, ১৯৯৯: গভীর রাতে ভুল সিগন্য়ালের কারণে একই লাইনে চলে এসেছিল অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেল। উত্তর দিনাজপুরের গাইসাল স্টেশনে ঘটে গিয়েছিল রেলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২৮৫ জনের। আহত তিনশোরও বেশি।
ডিসেম্বর, ২০০৭: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ব্রহ্মপুত্র মেলের ১৪ বগি। মৃত ১, আহত ৩২।
১৯ জুলাই, ২০১০: গভীর রাতে বীরভূমের সাঁইথিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বনাঞ্চল এক্সপ্রেস। সেই ট্রেনটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে উত্তরবঙ্গ এক্সপ্রেস।
২৮ মে, ২০১০: পশ্চিম মেদিনীপুরে সরডিহা ও খেমাশুলি স্টেশনের মাঝে লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। একই লাইন ধরে তখন ছুটে আসছিল একটি পণ্যবাহী ট্রেন। সেই ট্রেনটি ধাক্কা মারে জ্ঞানেশ্বরীকে। ভয়াবহ এই দুর্ঘটনায় মারা যান ১৪১। এখনও খোঁজ মেলেনি বহু যাত্রী।
৩১ জুলাই, ২০১১: মালদহে লাইনচ্যুত হয় গুয়াহাটি-বেঙ্গালুরু কাজিরাঙা এক্সপ্রেস। মারা যান ৩ জন, আহত ২০০।
৬ ডিসেম্বর, ২০১৬: আলিপুরদুয়ারের শামুকতলা রোড স্টেশনে দুর্ঘটনা। লাইনচ্যুত রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস।