ছবি: ধর্মতলা দাপাল এসএফআই, CAA-এর বিরুদ্ধে নজর কাড়ল প্রতিবাদের ভাষা
নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ। রানি রাসমনির সভায় চিরাচরিতভাবে চোখ টানল এসএফআইয়ের প্রতিবাদের ভাষায়।
শুরুতেই গণসংগীতে সুর বেঁধে দিলেন এসএফআই সদস্যরা। গাইলেন, 'মেরে সামনে ওয়ালা দেশ মে' থেকে লোকগীতি। শেষটা হল রবিঠাকুরের জনগণমনের সবকটি পংক্তি গেয়ে।
সকলের মাথায় এদিন লাল-কালো ফেট্টি। তাতে লেখা, 'নো এনআরসি, নো সিএএ।'
কালো রাস্তায় আবার চক দিয়ে এক এসএফআই সদস্য লিখেছেন, 'হাম যব তক এক হ্যায়, দিদি-মোদী ফেক হ্যায়।'
হাতে প্ল্যাকার্ড নিয়েও আসেন এসএফআই সদস্যরা। কোনওটাতে লেখা,'এনআরসি মানছি না।' কোনওটায় আবার,'জব হিন্দু মুসলিম রাজি, তো ক্যায় করেগা নাজি।'
এসএফআইয়ের পতাকা তো ছিলই, দলের সাধারণ সম্পাদক এলেন তেরঙা হাতে। সবমিলিয়ে রঙিন প্রতিবাদ দেখল রাজপথে।