`সংবিধান খতরে মে`, প্রতিবাদে নাগরিকত্ব সংশোধনী আইনের কপি ছিঁড়ল SFI
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সভা। ওই সভা থেকে ছিঁড়ে দেওয়া হল তিন পাতার আইনটিকে। মঞ্চে নিজের হাতে কাগজ ছিঁড়ে শুরুটা করেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমান। তাঁকে অনুসরণ করেন বাকি সদস্যরা।
সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন, শিক্ষায় অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে রানি রাসমনিতে সভা করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। রাজ্যে বর্তমান প্রেক্ষাপটে আমন্ত্রিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতিও।
সভার শুরুতে গণসংগীতের পর সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমান। তখনই হাতে হাতে বিলি হতে থাকে নাগরিকত্ব সংশোধনী বিলের কপিটি।
এরপর প্রতীকুর রহমান ওই কপিটি ছিঁড়ে প্রতীকী প্রতিবাদ করেন। বাকিরাও হাতে থাকা কপিটি ছিঁড়ে ফেলেন।
এসএফআইয়ের এমন বিক্ষোভে সরব বিজেপি। তাদের বক্তব্য, প্রতিবাদের নামে দেশের সংসদে পাস হওয়া বিল ছিঁড়ে দিচ্ছে এরা। নিজেরাই সংবিধান মানে না।