ICC World Cup 2019: ট্রেন্ট ব্রিজে টানা বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ
ট্রেন্ট ব্রিজে আজ বিশ্বকাপে ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ ছিল।
গত কয়েকদিন ধরেই এখানে টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই নটিংহ্যামের আকাশে কালো মেঘে ঢাকা ছিল।
এদিন দফায় দফায় বৃষ্টি হয়। তাই এক বলও খেলা হল না বৃহস্পতিবার।
টসও করা যায় নি। আম্পায়াররা বার বার গ্রাউন্ড ইনস্পেকশন করে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারত- নিউ জিল্যান্ড দুই দলই এক পয়েন্ট করে পেল। ৪ ম্যাচ শেষে কিউইদের পয়েন্ট ৭। অন্যদিকে ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ৫।