ফিরছে পুরনো দিনের ‘বাস্পচালিত ইঞ্জিন’!

Fri, 03 Aug 2018-5:49 pm,

নিচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা দীর্ঘক্ষণ। কখন আসবে ট্রেনখানি। ঘন্টা খানেক বাদে তার প্রকাণ্ড গর্জন আর কালো ধোঁয়ায় ঢেকে দেওয়া মায়াময় আবহে যখন সে তার উপস্থিতি জানান দেয়, তখন অনেকেই ত্রস্ত হয়ে উঠতেন। হ্যাঁ, বাস্পচালিত নিকষ কালো  ইঞ্জিনটার উপস্থিতি ছিল এমনই রাজকীয়। ছিল-ই বলা শ্রেয়, কারণ এখন তাদের ঠাঁই হয়েছে রেলের মিউজিয়ামে।

ভুসওয়াল রেল স্টেশনের সংগ্রহশালা থেকে এমনই একটি বাস্পচালিত ইঞ্জিনের প্রাণ ফিরিয়ে ফের ট্র্যাকে নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এই ইঞ্জিনটি শেষ দৌড়েছিল ১৯৯২ সালে। তার পর অবসর নেয় ইঞ্জিনটি। ২৮ বছর পর নতুন করে ফের চালানোর পরিকল্পনা করেছে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ।

১৯৫৫ সালে তৈরি হয় ইঞ্জিনটি ৩৭ বছর ধরে ভারতীয় রেলের জন্য ঘাম ঝড়িয়েছে। কিন্তু অবসর ভাঙিয়ে কর্তৃপক্ষ চাইছে, রেলের সোনালি দিন ফিরিয়ে আনতে।

ভুসওয়াল রেলের এই ইঞ্জিনটির প্রাণ ফেরানোর অন্যতম কারিগর হলেন রেলের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। জানা গিয়েছে, এই পরিকল্পনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। এর আগে ন্যাশনাল রেল জাদুঘরের প্রধান হিসাবে কাজ করেছেন তিনি।

ইঞ্জিনটির বেশ কিছু যন্ত্রাংশ পালটানো হয়েছে। লাইনে চলার জন্য এখন সে প্রস্তুত। তবে,  ১০০ টন ওজনের এই ইঞ্জিনকে মেইন লাইনে নিয়ে আসাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেল কর্তৃপক্ষের কাছে।

জানা যাচ্ছে, এই মুহূর্তে পর্যটকদের জন্য বিশেষ ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তাবে প্রবীণ ইঞ্জিনটির উপর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link