বন্ধ রবীন্দ্র সরোবর লেক, `ছট পুজোর অধিকার` নিয়ে সরব এলাকাবাসী
আদালতের নির্দেশিকায় বন্ধ সরোবর। তবে ছট পুজোর দাবি জানিয়ে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের সামনে আচমকাই উত্তেজনা ছড়ায়। পুজোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুজো না করতে দেওয়া পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে যাবেন তাঁরা। যদিও আদালতের নির্দেশের কথা উঠলে বিক্ষোভকারীরা জানান, সামন্য ফুল, দুধ, মধুতে পরিবেশ দূষণ হয় না।
এছাড়াও তাঁরা বলছেন বছরের পর পর এখানেই পুজো করছেন তাঁরা। তাঁদের পূর্বপুরুষরাও এখানে পুজো করেছেন। এভাবে তাঁদের অধিকার কেড়ে নেওয়া যাবে না।
আদালতের নির্দেশিকার জেরে ভোর থেকেই বিভিন্ন সরোবর ও নদীর ঘাটে বাড়তি পুলিসি তত্পরতা চোখে পড়ছে।
সুভাষ ও রবীন্দ্র সরোবরে মোতায়েন পুলিস বাহিনী। বন্ধ লেক। পাশাপাশি গঙ্গার সবকটি ঘাটে ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।