নবান্নের পিছনে হবে স্বাস্থ্যভবন, দেখে নিন হাওড়ার অনুষ্ঠানে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
অদূর ভবিষ্যতে নবান্নের পিছনে স্থানান্তরিত হবে স্বাস্থ্য ভবন। হাওড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
সামনেই ভোট। তাই মোদীকে এখন বন্দুক, মিসাইল, বোমা দেখাতে হচ্ছে। রাজনীতি করতে হচ্ছে জওয়ানদের রক্ত নিয়ে। হাওড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
নোটবন্দির জেরে ২০১৬ থেকে ২০১৯-এর মার্চ পর্যন্ত দু কোটি ছেলেমেয়ে চাকরি হারিয়েছে। নতুন অভিযোগ মুখ্যমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে ভয় পায় দেশের মানুষ। সন্ত্রাসবাদ আর গণপিটুনির সিন্ডিকেট তৈরি করেছে বিজেপি। মোদীকে বর্গী বলে সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি আর্মির সঙ্গে আছেন। নেভির পাশে আছেন। এয়ারফোর্সের সঙ্গেও আছেন। কিন্তু মোদীবাবুর সাথে নেই। মোদীরাজের পক্ষেও নেই। হাওড়ার অনুষ্ঠান মঞ্চে মমতার নিশানায় মোদী।