Sourav Ganguly Birthday:মহারাজের বাসভবনে সৌরভ-মমতা সাক্ষাৎ
আজ ৪৯ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ দিনে মহারাজের বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে আসেন মমতা। সৌরভকে জন্মদিনে হলুদ গোলাপের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান মমতা। এদিন সৌরভের বাড়িতে ৪৫ মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় ছাড়াও সৌরভের ও তাঁর পরিবারের স্বাস্থ্যের খোঁজ-খবরও নেন মমতা। এর আগে কখনও সৌরভের বাড়িতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মমতা আসেননি। এমনটা প্রথমবার ঘটল। এক স্মরণীয় দিন হয়ে থাকল।
এক ফ্রেমে বাংলার 'দাদা' ও 'দিদি'
সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে ব্যস্ত মুখ্যমন্ত্রী।
সৌরভ কন্যা সানাও রয়েছেন মমতা-সৌরভের মাঝে।
সৌরভ-মমতার সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে সিএবি সচিব তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। রয়েছেন সৌরভের তীব্র অনুরাগী ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তও।