২০টি ই-বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শহর দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য
পরিবেশ দূষণ রুখতে কলকাতা ও বৃহত্তর কলকাতায় ই-বাস চালু করছে রাজ্য সরকার। আপাতত ৮০ টি বাস শহরের রাস্তায় নামানো হচ্ছে। প্রথম ধাপে মঙ্গলবার নবান্নে ২০ টি ই-বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ টি রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ই-বাস।
নিউটাউনে ২ টি ই-বাস চলছে। শহর জুড়ে চালু হচ্ছে ১৭ টি চার্জিং স্টেশন হবে। দিনে ২ বার চার্জ দিতে হবে বাসগুলির।
মোট ৮০ টি বাস চালু হবে ধাপে ধাপে। দুরকম বাস কেনা হচ্ছে। ৪০ টি বাস হবে ৩২ আসনের।
বাকি ৪০ টি ৪০ আসনের। ৩২ আসনের বাসের দাম ৭৫ লক্ষ টাকা। ৪০ আসনের বাসের দাম ৮৮ লক্ষ টাকা। খরচের ৬০ শতাংশ দেবে কেন্দ্র সরকার।
পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এর দাবি, ই-বাস চালু হতে শহরে দূষণ অনেকটাই কমবে। কমবে খরচও।