দিদি-দাদা-বাদশা! শাহরুখ আর সৌরভ একই বৃন্তে দুটি কুসুম: মমতা
কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মঞ্চ আলো করে বসে আছেন সবাই। তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন শাহরুখ খান আর সৌরভ গাঙ্গুলি।
শাহরুখ আর সৌরভ- মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুই 'ভাই'য়ের ভূয়সী প্রশংসা করে বলেন শাহরুখ আর সৌরভ হল একই বৃন্তে দুটি কুসুম। ওরা বাংলাকে আরও দূরে নিয়ে যাবে।
শাহরুখের প্রশংসা করে মমতা বলেন, শাহরুখ একজন বিশ্বখ্যাত অভিনেতা। ওকে সারা পৃথিবীর মানুষ পছন্দ করে। কিন্তু ওর কোনও অহঙ্কার নেই। ও বিশ্বাস করে মানবিকতায়, যেটা আমাদের খুব ভালো লাগে।
এদিকে সৌরভের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভকে অনেক অভিনন্দন। সৌরভ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছে। ওর প্রতি আমাদের অনেক প্রত্যাশা। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে এল ও। আমি জানি ও ভালো করবে, আরও উন্নতি করবে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বলেন গোলাপী বলের টেস্ট বা ভারত বাংলাদেশ ক্রিকেট থেকে এবার তিনি সিনেমার মঞ্চে। ছোট্ট বক্তব্যে বুঝিয়ে দিলেন বাংলা সিনেমা ও ভারতীয় সিনেমার খবরও তিনি রাখেন। সৌরভ বলেন, ''সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন-এর জন্যই বাংলাকে চিনেছে বিশ্ব''।