ইতালির এক সেতু ভেঙে মৃত কমপক্ষে ২২
ভেঙে পড়ল ইতালির জেনোয়া বন্দরের কাছে একটি সেতু। কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ইতালির পরিবহনমন্ত্রী দানিলো টনিনেলি বলেন, “এটি দুর্ভাগ্যজনক ঘটনা।” এই সেতুটি জেনোয়া শহর এবং তার পাশ্ববর্তী নদীর উপর তৈরি হয়েছে।
সকাল সাড়ে ৯ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ১৯৬০ সালে এই সেতুটি নির্মাণ হয়।
তবে, ২০১৬ সালে ফের পুর্ননির্মাণ শুরু হয়। এই সেতুটি অনেকটাই অশক্ত হয়ে পড়েছিল বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
এই সেতুটি ভেঙে পড়ার সময় সেতুর উপরেই ৮-৯টি গাড়ি থাকতে দেখা গিয়েছে।
ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জখম হয়েছেন ৮জন।
সেতু ভাঙর পরই উত্তেজনা ছড়ায় জেনোয়া শহরে। তদন্তে নেমেছে পুলিস।