মায়াপুরের ইসকনে শুরু হয়ে গিয়েছে বর্ণিল ঝুলন উৎসব! কতদিন চলবে?
ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ইসকন মায়াপুরের ঝুলন উৎসব এবছর ৩৯ তম বর্ষে পদার্পণ করল। চলবে আগামী ৩১ শে অগস্ট পর্যন্ত।
এই ক'দিন প্রতিদিনই এখানে চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান।
আসলে রাখি পূর্ণিমার পাশাপাশি ঝুলনের দিনটিরও আলাদা গুরুত্ব রয়েছে। দিনটি প্রভু বলরামের জন্মজয়ন্তী হিসেবেও পালিত হয়।
মায়াপুরের ইসকনে গোশালার পাশে ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখানে অনুষ্ঠান।
বিকেল পাঁচটায় চন্দ্রোদয় মন্দির থেকে নামসংকীর্তন সহযোগে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে যাওয়া হয় ঝুলন উৎসবের স্থানে। দোলায় দুলে চলেছে রাধাগোবিন্দ।
ঝুলন হল রাধাকৃষ্ণের প্রেমলীলার ক্ষেত্র, যার সূচনা হয়েছিল দ্বাপর যুগে।