`মান্নান সিপিএমের দালাল`, প্রদেশ দফতরের বাইরে বেনজির বিক্ষোভ

Wed, 27 Feb 2019-11:43 pm,

মৌমিতা চক্রবর্তী: কমতে কমতে দক্ষিণবঙ্গে কংগ্রেস কার্যত 'সাইনবোর্ডে' ঠেকেছে। এমন সঙ্গিন পরিস্থিতিতেও লোকসভা সভা ভোটের আগে বেআব্রু কংগ্রেসের অন্তর্কলহ। 

দুপুরে প্রদেশ কংগ্রেস সদর দফতরে চলছে বৈঠক। ঠিক তখনই বাইরে ভিড় একদল প্রদেশ কংগ্রেস সমর্থকের। তাঁরা স্লোগান দিচ্ছেন, সিপিএমের দালাল আবদুল মান্নানকে হঠাতে হবে। 

রাজ্যে বিরোধী দলনেতা আবদুল মান্নান। সিপিএমের সঙ্গে জোটে পক্ষে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারাও জোটের পক্ষে সওয়াল করেছেন। হঠাত্ করে মান্নানকে কেন কাঠগড়ায় তোলা হল?

হুগলি জেলার কংগ্রেস সমর্থকদের শান্ত করে নেমে আসেন প্রদীপ ভট্টাচার্য। ঠিক তখন প্রদীপ দেখে সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, উনি তো তৃণমূলের দালালি করেন। 

লোকসভা ভোটের আগে কংগ্রেসের পুরনো সংস্কৃতি আবারও প্রকাশ্যে চলে এল। রাজ্যে দলের গুরুত্ব কমলেও পুরনো রোগ থেকে মুক্তি পেল না প্রদেশ কংগ্রেস, মত রাজনৈতিক মহলের একাংশের।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link