LPG Gas Cylinders Price Hike: এমনিতেই অগ্নিমূল্য বাজার, এর উপর বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম! কত হচ্ছে নতুন দাম?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসে সিলিন্ডারের দাম।
সিলিন্ডার পিছু দাম বাড়ল ১৫ টাকা ৫০ পয়সা করে। কম নয়!
নতুন দাম আগামীকাল, রবিবার সকাল ৬ টা থেকেই কার্যকর হবে!
১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা!
আর ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা!
এর মানে, আপাতত ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রইল।