Lockdown -এ রাতের চেয়ে দিনে বেশি বিকিয়েছে Condom, কোন শহর এগিয়ে?
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ঘরেই কাটাতে হয়েছে ভারতীয়দের। আর সময় কাটাতে প্রেমে মজেছেন ভারতীয়রা। অন্তত সমীক্ষা সেটাই বলছে। লকডাউন পর্বে ব্যাপক বেড়েছে কন্ডোমের বিক্রি।
কন্ডোমের বিক্রি রাতের চেয়ে দিনে বেশি। Concierge services app Dunzo-র তথ্য অনুযায়ী, দিনেই বেশি কন্ডোম কিনেছেন মানুষ।
সমীক্ষা বলছে, Dunzo অ্যাপে রাতের চেয়ে বেশি কন্ডোম বিক্রি হয়েছে দিনে। রাতের চেয়ে দিনে প্রায় ৩ গুণ বেশি কন্ডোম কিনেছেন সাধারণ মানুষ।
হায়দরাবাদে ৬ গুণ বিক্রি বেড়েছে কন্ডোমের। চেন্নাই ও জয়পুরে তা যথাক্রমে ৫ ও ৪ গুণ বেশি।
এর পাশাপাশি লকডাউনে বিকিয়েছে গর্ভনিরোধক ওষুধও। সবচেয়ে বেশি অর্ডার দেওয়া হয়েছে বেঙ্গালুরু, পুণে, গুরুগ্রাম, হায়দরাবাদ ও দিল্লিতে। প্রেগনেন্সি টেস্ট কিটসের সবচেয়ে বিক্রি হয়েছে জয়পুরে।
সমীক্ষায় জানা গিয়েছে,চলতিবছর রোলিং পেপারের বিক্রি বেড়েছে দ্বিগুণ। সিগারেট তৈরি করতে ব্যবহার হয় এই পেপার।
লকডাউনে অ্যাপে খাবার বিক্রিও বেড়েছে। বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি বিকিয়েছে চিকেন বিরিয়ানি। মুম্বইতে হুহু করে বিক্রি হয়েছে ডাল খিচুড়ি। চেন্নাইয়ে ইডলি ও গুরুগ্রামে আলু টিক্কি বেশি বিকিয়েছে।
দিল্লি, চেন্নাই ও জয়পুরে চায়ের বেশি মানুষ কফি পছন্দ করেন। পুণে ও হায়দরাবাদে দুধ বেশি বিকিয়েছে। সফট ড্রিংক বেশি অর্ডার করা হয়েছে দিল্লিতে।