করোনা উদ্বেগের মাঝেই বড়সড় সিদ্ধান্ত নিল ফরাসি ওপেন কর্তৃপক্ষ!
করোনা ভাইরাসের ধাক্কায় মার্চ মাস থেকে বন্ধ পেশাদার টেনিস টুর্নামেন্ট। মে-জুন মাসে ফরাসি ওপেন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
পিছিয়ে যাওয়া ফরাসি ওপেন শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
তার আগে অবশ্য হয়ে যাবে ইউএস ওপেন। ৩১ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের ইউএস ওপেন।
ইউএস ওপেনে নিউইয়র্কে সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কিন্তু ফরাসি ওপেনে রোলা গাঁরোয় দর্শক প্রবেশের অনুমতি মিলেছে।
তবে কতজন দর্শক প্রবেশ করতে পারবেন সেই সংখ্যাটা এখনও নির্ধারিত হয় নি। চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে নেওয়া হবে।